নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতির ডাক
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৮ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৮
ঢাকা: চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় পরিচালক ও যুগ্ম পরিচালকের পদত্যাগের দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের চিকিৎসকরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
চিকিৎসকদের দাবি, শেখ হাসিনার মদদপুষ্ট পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ ও যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলমের পদত্যাগ না হওয়া পর্যন্ত চিকিৎসকরা কাজে ফিরে যাবেন না।
এদিন সকালে স্বাচিপপন্থি চিকিৎসকদের আবারও নিউরোসায়েন্সেস হাসপাতালে ফিরিয়ে আনার প্রতিবাদ জানালে চিকিৎসকদের ওপর হামলা করে হাসপাতালটির কর্মচারীরা। তারা হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত বলে অভিযোগ ওঠে।
চিকিৎসকরা বলেন, ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে আজ চিকিৎসকদের অবস্থান কর্মসূচি ছিল। সেখানে পরিচালক চতুর্থ শ্রেণির কর্মকর্তা ও আউটসোর্সিংয়ের লোকদের দিয়ে হামলা করিয়েছে। হামলায় বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসক আহত হয়েছেন। এমনকি তারা আমাদের আরও কয়েকজন চিকিৎসককে রুমে আটকে রেখেছেন। আমরা এই ফ্যাসিস্ট দীন মোহাম্মদ ও জয়েন্ট ডিরেক্টর বদরুলের পদত্যাগ চাই।
তারা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর তার অনুগত কয়েকজন চিকিৎসককে হাসপাতাল থেকে বদলি করে দেওয়া হলেও সেই সময়ে পরিচালক দীন মোহাম্মদ নিজেকে ছাত্রদের পক্ষের পরিচয় দিয়ে এবং বিভিন্ন জায়গায় লবিং করে টিকে যান। এবার তিনি তার পুরোনো রূপ দেখাতে শুরু করেছেন।
সারাবাংলা/এমএইচ/এইচআই