Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: নীলফামারীতে মহিলা লীগ নেত্রীসহ ২ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৪

সৈয়দপুর পৌর মহিলা লীগের ১২নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ববি

নীলফামারী: জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে সৈয়দপুর পৌর মহিলা লীগের ১২নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদিক ববি ও ডোমারের বোড়াগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু বক্কর সিদ্দিককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর শহরের বাবুপাড়া এলাকার নিজ বাসা থেকে ববিকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ববি গণঅভ্যুত্থান পরবর্তী হত্যাচেষ্টা মামলায় আসামি। তিনি সাবেক পৌর মেয়র ও মহিলা লীগ সভাপতি রাফিকা আকতার জাহান বেবীর সহকারী এবং বাবলুর স্ত্রী।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে বোড়াগাড়ি ইউনিয়নের নিজ বাড়ি থেকে জামায়াত অফিস ভাঙচুর মামলায় অভিযুক্ত আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল কাদেরের ছেলে।

ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু বক্কর সিদ্দিক

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় ববিকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে জেলা হাজতে পাঠানো হয়েছে।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই

অপারেশন ডেভিল হান্ট নীলফামারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর