Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্র নিখোঁজ, থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৩

সিরাজদীখান থানা। ছবি: সারাবাংলা।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিরাজদীখান থানা ও সরকারী পুলিশ সুপারের (এএসপি) কার্যালয় হামলা ও ভাঙচুর করে। এর আগে তারা মানববন্ধন করে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে সিরাজদীখান উপজেলা মোড়ে উপজেলার কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা জড়ো হয় মানববন্ধনে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিক্ষুব্ধরা থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয় হামলা চালায়। এ সময় ৫টি গাড়ি, থানার দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এ ঘটনায় সহকারি পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) ইমরান খান বলেন, মানববন্ধন শেষে অতর্কিত হামলা চালিয়ে গাড়ি, আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করা হয়।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি জেলার সিরাজদীখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ নিখোঁজ হয়। নিখোঁজের তিন সপ্তাহ পার হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

সারাবাংলা/এসআর

থানা ভাঙচুর মুন্সীগঞ্জ সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুর সিরাজদীখান থানা স্কুলছাত্র নিখোঁজ

বিজ্ঞাপন

ডিএনসিসির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

ভাঙা ট্রলিই সচল রেখেছে বেলালের জীবন
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

জুটি হলেন সোহেল মণ্ডল ও তানিয়া
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮

আরো

সম্পর্কিত খবর