সম্মাননা পেলেন ঢাকা বিভাগের ৫ অদম্য নারী
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৮
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ (মাঝে) , পেছনে পুরস্কারপ্রাপ্তরা
ঢাকা: আত্মশক্তিতে উজ্জীবিত ঢাকা বিভাগের সংগ্রামী পাঁচজন নারী পেয়েছেন ‘অদম্য নারী পুরস্কার-২০২৪ ’। পুরস্কারপ্রাপ্তরা হলেন—অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে রাজবাড়ির স্বপ্না রানী ঘোষ, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে নারায়ণগঞ্জের মাসুদা আক্তার, সফল জননী ক্যাটাগরিতে কিশোরগঞ্জের সেলিনা মজিদ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় ফরিদপুরের লিপি বেগম এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় ফরিদপুরের সামর্তবান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর দোয়েল চত্বরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এই পাঁচ নারীকে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
ঢাকা বিভাগের ১৩ জেলার ৫৮ জন অদম্য নারী পুরস্কার-২০২৪ এর জন্য মনোনয়ন পান। সেখান থেকে ৫ জনকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং ২৫ হাজার টাকা দেওয়া হয়।
শ্রেষ্ঠ অদম্য ৫ ক্যাটাগরির নারীদের সাফল্য কথা বিভিন্ন অবদানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের বক্তব্যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন তারা।
তারা বলেন, ‘নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে বড় করে একটা কারখানা তৈরি করবো, যার মাধ্যমে সমাজের অবহেলিত নির্যাতিত নারীরা কাজ করে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারবেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, মহিলা অধিদফতরের মহাপরিচালক কেয়া খানসহ আরও অনেকে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সারাবাংলা/এফএন/এসডব্লিউ
অদম্য নারী পুরস্কার-২০২৪ ঢাকা নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ