Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম অপরিবর্তিত রাখার দাবি ‘নারীপক্ষে’র

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৭

ফাইল ছবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

ঢাকা: বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছে ‘নারীপক্ষ’।

বুধবার (১২ ফেব্রুয়ারি) নারীপক্ষ এক বিবৃতিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছে। যারা এর বিরোধিতা করছে তাদের সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে।

নারীপক্ষ মনে করে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার পক্ষে যে যুক্তিগুলো দাঁড় করানো হয়েছে তা অত্যন্ত দুর্বল এবং উদ্দেশ্য প্রণোদিত। কোনো স্থানের নামে যেমন শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে তেমন বিখ্যাত ব্যক্তিদের নামেও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান কেবল বাংলাদেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই রয়েছে – একই এলাকা বা শহরে একই নামে। বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থাকার উদাহরণও কম নেই। যেমন ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ও আছে।

তারা বলেন, ধর্মীয় কুসংস্কার ও সামাজিক এবং পারিবারিক প্রতিবন্ধকতাকে জয় করে মুসলিম নারীদের শিক্ষায় এবং সকল নারীর মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এই উপমহাদেশের আলোকবর্তিকা বেগম রোকেয়া তার জন্মস্থানে একটি বিশ্ববিদ্যালয়ের নাম অবশ্যই থাকতে পারে। সেই নাম কে দিলো বা কার শাসন আমলে হলো সেটা ধতব্য হতে পারে না। এই দাবি মেনে নিলে নারী শিক্ষা ও নারী মুক্তি বিরোধীদের সমর্থন করে নারী মুক্তি আন্দোলনের নির্ভীক প্রতিভূ বেগম রোকেয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। কাজেই বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে নারীপক্ষের দাবি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম অপরিবর্তিত রাখা হোক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এইচআই

নারীপক্ষ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

ডিএনসিসির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

ভাঙা ট্রলিই সচল রেখেছে বেলালের জীবন
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

আরো

সম্পর্কিত খবর