Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: ছাত্রলীগ নেতা পাপ্পু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৪

ছাত্রলীগ মো. সাইদুজ্জামান পাপ্পু। ছবি: সারাবাংলা।

রাঙ্গামাটি: অপারেশন ‘ডেভিল হান্টে’ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সংগঠক ও রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গামাটি জেলা শহরের বনরূপা কাটাপাহাড়ের নিজ বাসা থেকে পাপ্পুকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাইদুজ্জামান পাপ্পু রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগঠক ও সভাপতি প্রার্থী ছিল।

বিজ্ঞাপন

পাপ্পু রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল জব্বার সুজন ও জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বনরূপা থেকে পাপ্পু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এজেড/এসআর