Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৪

নড়াইল: নড়াইল সদর উপজেলায় স্কুল ছুটির পর বাড়ির ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে আছিয়া খানম (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সার্কেলডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম।

নিহত শিশু আছিয়া খানম নড়াইল সদর উপজেলার সার্কেলডাঙ্গা গ্রামের মো.ফারুক মোল্লার মেয়ে। সে সার্কেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে নড়াইল জেলার বাঁশগ্রাম ইউনিয়নের সার্কেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আছিয়া গুরুতর আহত হলে মোটরসাইকেল চালক তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ