Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আয়নাঘরে’র দেয়াল দেখে চিনতে পারলেন উপদেষ্টা আসিফ

স্পেশাল করেসপডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২১

আয়নাঘর পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও

ঢাকা: বহুল আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শনে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অন্যান্য উপদেষ্টার সঙ্গে ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও।

বুধবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর কচুক্ষেত এলাকার আয়নাঘরে যাওয়ার পর উপদেষ্টা আসিফ মাহমুদ ছুটাছুটি শুরু করেন। ঘরগুলোতে বারবার ঢুকে কি যেন খোঁজা শুরু করেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘এই সেই ঘর যেখানে আমাকে রাখা হয়েছিল।’

বিজ্ঞাপন

এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘আমি দেয়াল দেখে চিনতে পেরেছি। এখানেই আমাকে রাখা হয়েছিল। তবে যে সময় আমি ছিলাম এখানে ওই সময় ঘরটা ছোট ছিল। এখন অনেক বড় করেছে ঘরটি।’

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘এখানে চার দিন রাখা হয়েছিল। এরপর চোখ বেঁধে ফেলে দিয়ে আসা হয়।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে ঘরে ছিলাম সেখানে বাথরুম ছিল না। এখনও নেই। যখন বাথরুমে যেতে চাইতাম তখন চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো। এরপর আবার এখানে এনে রাখা হতো।’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জুলাইয়ের শেষ সপ্তাহে আসিফ মাহমুদ, নাহিদ ইসলামসহ তিনজনকে তুলে নিয়ে যায় একটি গোয়েন্দা সংস্থার তৎকালীন সদস্যরা। এরপর তাদের বেদম মারধর করে রাজধানীর ৩০০ ফিট সড়কে চোখ বেঁধে ফেলে রেখে যায়। এরপর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়।

সারাবাংলা/ইউজে/এইচআই

আয়নাঘর আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ

বিজ্ঞাপন

ডিএনসিসির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

ভাঙা ট্রলিই সচল রেখেছে বেলালের জীবন
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

জুটি হলেন সোহেল মণ্ডল ও তানিয়া
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮

আরো

সম্পর্কিত খবর