স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে সড়ক ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৯
ঢাকা: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে সড়ক ছাড়লেন ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই তথ্য জানিয়ে সড়ক ছেড়ে দেন তারা।
আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বলেন, ‘আমাদের আশ্বাস দিয়েছেন যে আটটি দাবি দাওয়া আছে তার প্রেক্ষিতে অবশ্যই বিবেচনা করবেন। আমরা ছাত্র প্রতিনিধিসহ একটি প্রতিনিধি দল গিয়েছিলাম। জানানো হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে আগামী সোমবার এই বিষয়গুলো নিয়ে পরিপূর্ণভাবে কথা বলবেন। সেই পর্যন্ত তিনি ধৈর্য্য ধারণ করার আহ্বান জানিয়েছেন।’
তারা বলেন, ‘আমরা বিশ্বাস করি এই সরকারে যারা উপদেষ্টামণ্ডলী আছেন এবং ছাত্রনেতারাও আমাদের প্রতি সহানুভূতিশীল। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে প্রত্যেক নেতারা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। আমরা এখন এই মুহূর্তে যেহেতু জনগণের দুর্ভোগ হচ্ছে, তাই এখান থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে একত্রিত হবো।’
এদিকে দুপুরে ক্ষতিপূরণসহ পুনর্বহালের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় এলাকায় ঢুকে পড়েন আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় পুলিশ তাদের ওপর জলকামান ব্যবহার করেন। আন্দোলনকারীরা সচিবালয় এলাকায় প্রবেশ করতে চাইলে পুলিশ জলকামান দিয়ে তাদের আটকানোর চেষ্টা করেন। তবে পুলিশি বাধা পেরিয়ে সচিবালয় এলাকায় ঢুকে পড়ে তারা।
এ সময় বিক্ষুব্ধ বিডিআর সদস্যদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘তুমি কে আমি কে, বিডিআর বিডিআর’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’-ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের পাশে অবস্থান নিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যান।
সারাবাংলা/এমএইচ/এইচআই