Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’ বইমেলায়

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৯

মিজানুর রহমান সোহেলের বই ‘বিক্রয় ম্যাজিক’। ছবি: সারাবাংলা

ঢাকা: ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ে সাংবাদিক ও লেখক মিজানুর রহমান সোহেলের লেখা বই ‘বিক্রয় ম্যাজিক’ এখন অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। ব্যবসায়ী, উদ্যোক্তা বা চাকরির পাশাপাশি নতুন ব্যবসা শুরু করতে আগ্রহীদের জন্য এটি হতে পারে সময়োপযোগী একটি বই। বইটি প্রকাশ করেছে শব্দাবলি প্রকাশন। বইটির ভূমিকা লিখেছেন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট ও ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ। বইমেলায় শব্দাবলি প্রকাশনীর ৩৭৭, ৩৭৮ এবং ৩৭৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এ ছাড়া বই বিক্রির একাধিক অনলাইন প্ল্যাটফর্ম থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

বিজ্ঞাপন

বইটির লেখক মিজানুর রহমান সোহেল জানান, বইটিতে ইন্টারনেটে বিপ্লব সৃষ্টি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিক্রয়ের কৌশল সম্পর্কে জানা যাবে। যেসব নতুন উদ্যোক্তারা ব্যবসা করার চিন্তা করছেন কিন্তু আইডিয়া খুঁজে পাচ্ছেন না তাদের জন্য ১৫০টি বিজনেস আইডিয়া ও মডেল সম্পর্কে ধারণা পাওয়া যাবে। বিশ্বসেরা ও সফল ১০০টি বিজ্ঞাপন আইডিয়া সম্পর্কে জানা যাবে। পণ্য, সেবা বা আইডিয়া বিক্রয়ের সূক্ষ্ম কৌশল সম্পর্কে ধারণা পাওয়া যাবে ১০১টি বিক্রয় ম্যাজিক অধ্যায় থেকে।

বিজ্ঞাপন

বইটির প্রকাশক জানান, ১ ফেব্রুয়ারি বইটি প্রকাশ হয়। মেলায় আসার আগ পর্যন্ত বইটির প্রি বুকিং নেওয়া হয়। ২৪০ পৃষ্ঠার প্রিমিয়াম কোয়ালিটি বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা। বইসদাই ডটকম, রকমারি ডটকম, প্রথমা ডটকম, ওয়াফি লাইফ ডটকমসহ বই বিক্রির শীর্ষে থাকা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকেও বইটি সংগ্রহ করা যাচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

নতুন বই বইমেলা ২০২৫ বিক্রয় ম্যাজিক

বিজ্ঞাপন

মেলার ১২তম দিনে নতুন বই এসেছে ৮৯টি
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর