Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেলটেক গ্রুপ-বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সমঝোতা স্মারক সই

সারাবাংলা ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৯

শেলটেক গ্রুপ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে

ঢাকা: বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠিত কনগ্লোমেরেট, শেলটেক গ্রুপ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার পান্থপথে শেলটেক এর প্রধান কার্যালয়ে শেলটেক (প্রা.) লিমিটেডের কার্যনির্বাহী পরিচালক মো. শরীফ হোসেন ভূঁইয়া এবং বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নওয়াজ চুক্তিতে সই করেন।

শেল্‌টেক্‌ (প্রা.) লিমিটেডের নির্বাহী পরিচালক মো. শরীফ হোসেন ভূঁইয়া বলেন, আমরা বার্জার পেইন্টসের সঙ্গে এই অংশীদারিত্বে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। এই সহযোগিতার মাধ্যমে দুটি প্রতিষ্ঠান একে অপরের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রাহকদের জন্য অত্যাধুনিক আবাসিক ও বাণিজ্যিক স্থান তৈরি করবে, যা শুধু কার্যকরী নয়, বরং নান্দনিক দিক থেকেও পরিপূর্ণ হবে।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার আ. ক. ম. সাদেক নওয়াজ বলেন, শেল্‌টেক্‌ গ্রুপের সঙ্গে এই সহযোগিতার জন্য আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং এটি উভয় প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

অনুষ্ঠানে শেল্‌টেক্‌ গ্রুপের উপদেষ্টা- নওশাদ চৌধুরী, শেল্‌টেক্‌ (প্রা.) লিমিটেডের সিওও – জনাব শাহ্‌জাহান, এবং শেল্‌টেক্‌ (প্রা.) লিমিটেডের হেড অফ প্রোকিউরমেন্ট- মো. হাছানুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

বার্জার পেইন্টস শেলটেক গ্রুপ

বিজ্ঞাপন

মেলার ১২তম দিনে নতুন বই এসেছে ৮৯টি
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর