Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কীর্তনখোলা নদীতে জ্বালানী তেলের ট্রলারে বিস্ফোরণে নিখোঁজ ২, দগ্ধ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৫

প্রতীকী ছবি।

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণের ঘটনায় দুজন নিখোঁজ ও চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রুবেল, শম্পা ও মান্নান নামে তিনজনের নাম জানা গেছে। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারটি কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ায় যাচ্ছিল। তেলের ড্রামের ওপর পল্ট্রি মুরগির খাবারের বস্তা রাখা ছিল। ট্রলারটি চলার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় এক ব্যক্তি শরীরে আগুন নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন; পরে আরও কয়েকজনও নদীতে ঝাঁপ দেন।

মেডিকেলের দায়িত্বরত চিকিৎসকরা জানায়, দগ্ধ ৪ জনের ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটতে পারে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সারাবাংলা/এসআর

কীর্তনখোলা নদী জ্বালানী তেলের ট্রলারে বিস্ফোরণ দগ্ধ নিখোঁজ বরিশাল বিস্ফোরণ

বিজ্ঞাপন

মেলার ১২তম দিনে নতুন বই এসেছে ৮৯টি
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর