হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যুতে গাজীপুর-খুলনা-নীলফামারীতে মশাল মিছিল
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৭
সারাবাংলা ডেস্ক: গাজীপুরে হামলায় আহত স্কুলছাত্র কাশেম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়ায় তার বাড়িতে শোকের মাতম চলছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে খুনিদের শাস্তির দাবিতে গাজীপুর, খুলনা, নীলফামারীসহ বেশ কিছু জেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন।
নিহতের নাম আবুল কাশেম (১৮)। তিনি গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার দক্ষিণ কলমেশ্বর এলাকার মৃত জামালের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর রাজবাড়ি ময়দানে নিহতের জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেলা সাড়ে ১১টায় বোর্ড বাজার সংলগ্ন আল হেরা সিএনজি পাম্পের মাঠে আরেকটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরের খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা ঠেকাতে যায়। ছাত্রদের অভিযোগ, এ সময় স্থানীয় আওয়ামী লীগের হামলায় গুরুত্বর আহত হন আবুল কাশেম। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
গাজীপুর
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্র-জনতা। মিছিলটি শহরের শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে শিববাড়ি মোড়, জেলা প্রশাসকের কার্যালয় হয়ে রাজবাড়ি সড়কে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
খুলনা
আবুল কাশেমের মৃত্যুর প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাতে নগরীর শিববাড়ী মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নীলফামারী
আবুল কাশেমের মৃত্যুর প্রতিবাদ ও আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নীলফামারী জেলা কমিটির জেলা আহ্বায়ক মেহেদী হাসান আশিক এর নেতৃত্বে মিছিলটি শহরের শহিদ মিনার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেন এবং দলটির বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।
এ ছাড়া কুরিগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সারাবাংলা/এইচআই
আবুল কাশেম খুলনা গাজীপুর নীলফামারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন