ডিসির সাড়া না পেয়ে রাস্তায় দাঁড়িয়েই চেক দিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৩
সড়কে দাঁড়িয়ে সাংবাদিকদের ছেলেমেয়েদের বৃত্তির চেক বিতরণ করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি মোহাম্মদ আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত
ময়মনসিংহ: এক ঘণ্টা অপেক্ষা করেও জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনো সাড়া পাননি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল্লাহ। পরে তিনি কার্যালয় ছেড়ে ভবনের সামনের সড়কে সাংবাদিকদের ছেলেমেয়েদের বৃত্তির চেক বিতরণ করেছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে দাঁড়িয়ে ময়মনসিংহে কর্মরত ২১ জন সাংবাদিকের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেন মোহাম্মদ আব্দুল্লাহ।
এদিকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডির ডাকে সাড়া না দেওয়ার বিষয়ে জানতে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলমকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
জানা গেছে, ২১ সাংবাদিকের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি ঠিক সময়ই জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অপেক্ষা করতে থাকেন। পাশেই সম্মেলন কক্ষে এক সভায় ব্যস্ত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল ইসলাম। এক ঘণ্টা অপেক্ষা করলেও জেলা প্রশাসক সভা ছেড়ে এসে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ উঠেছে। এমনকি তার কোনো প্রতিনিধিও পাঠাননি।
এমন অসৌজন্য আচরণে কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জেলা প্রশাসকের কক্ষ থেকে বেরিয়ে সামনের সড়কে দাঁড়িয়েই চেক বিতরণ করেন। চেক বিতরণ শেষে মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘ময়মনসিংহ এসে আমরা ভিন্ন অভিজ্ঞতা পেলাম। বাংলাদেশে আমলা শ্রেণি পর্যায়ের মধ্যে যারা জেলায় দায়িত্ব পালন করেন তারা নিজেদের রাজা মনে করেন, আর যারা জেলায় বসবাস করে তারা সবাই প্রজা। এই মানসিকতা পরিবর্তন না হলে আমরা যতই পরিবর্তনের গল্প শোনাই না কেন, এটার কোনো উন্নতি হবে না।’
তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসকের ব্যস্ততা থাকতেই পারে। কিন্তু ন্যূনতম সৌজন্যতাবোধ দেখাননি। সিভিল সার্ভিসে ঢোকার সময় যে সভ্যতা, ভদ্রতা শেখানো হয় এক্ষেত্রে আমরা ব্যতয় দেখেছি। এই দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা আমাদের যেন আগামী দিনে না হয়, সে ব্যাপারে ভাবতে হবে।’
তিনি জেলা প্রশাসক কার্যালয়ে সকল সাংবাদিক ও সন্তানদের ডেকে এনেছেন বলে দুঃখ প্রকাশ করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘আজকে যারা চেক পেয়েছেন, আগামী বছর তারা ভালো ফলাফল করে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে জমা দিলে তাদের জন্য এই শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে। ফলাফল ভালো হলে মাস্টার্স পর্যন্ত চলবে এই বৃত্তি কার্যক্রম। তবে নতুন করে যারা আবেদন করতে চান তাদের আগামী জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় চেক বিতরণ শেষে অন্যানের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেশ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খাইরুল বাশার, ময়মনসিংহ প্রেসক্লাব সহসভাপতি নওয়াব আলী।
সারাবাংলা/পিটিএম
এমডি ডিসি ময়মনসিংহ মোহাম্মদ আব্দুল্লাহ সাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্ট