Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে কাশেম হত্যা: আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ

রাবি করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৭

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে খাটিয়া মিছিল ও বিক্ষোভ। ছবি: সারাবাংলা

রাজশাহী: গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেমের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খাটিয়া মিছিল ও সমাবেশ হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

এর আগে, এশারের নামাজ শেষে শহিদ কাশেমের স্মরণে একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড় হয়ে জোহা চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মেহেদী সজিব বলেন, ‘২৪ এর গণবিপ্লবের পরে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে আজ জাতিসংঘ সেই রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, হাসিনা নিজে হুকুম দিয়ে মানুষ খুন করেছে। এই হাসিনা বাংলাদেশে বারবার গণহত্যা চালিয়েছে, আয়না ঘর তৈরি করেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হাসিনা ও আওয়ামী লীগ সবচেয়ে বড় অনুঘটক ভূমিকা পালন করেছে।’

তিনি আরও বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের রিপোর্টের পরে আওয়ামী লীগ কোনোভাবেই এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিচারের আগে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার অধিকার রাখে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা যদি কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে না পারেন, ২৪ এর গণঅভ্যুত্থানকে যদি ধারণ করতে না পারেন, তাহলে এখনো সময় আছে জায়গা ছেড়ে দেন। এই বাংলাদেশ কখনো নেতৃত্বশূন্য থাকেনি, আর থাকবেও না।’

বিজ্ঞাপন

সমাবেশে সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এএফএম ফাহিম রেজা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নেন।

সারাবাংলা/পিটিএম

খাটিয়া মিছিল বিক্ষোভ রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

মেলার ১২তম দিনে নতুন বই এসেছে ৮৯টি
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর