এ সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হবে: সালাহউদ্দিন
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২২
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন কমিশনারের দায়িত্ব যদি নির্বাচন কমিশন পালন করে, সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনারের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে, তাহলে এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে নাগরিক ঐক্যের মতবিনিময় সভায় এ কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা।
তিনি বলেন, সরকার প্রধান ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে। এই সংস্কার কমিশনগুলোর প্রধানদের নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য কমিশন নামে একটা বোর্ড গঠন করেছেন। ঐক্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের প্রথম বৈঠক সম্ভবত ১৫ তারিখ হতে পারে। আমাদের শুধু আলাপের সময় জানানো হয়েছে। ধারণা করা যাচ্ছে, ১৫ তারিখে বৈঠকের পর আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
সালাহউদ্দিন আহমদ বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং বর্তমান নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে আমরা বিশ্বাস করি। সেই নির্বাচনের রোড ম্যাপ প্রদানের জন্য আমরা বারবার কথা বলেছিলাম। কিছুদিন সরকারের উচ্চ পর্যায়ের প্রধান উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি। এছাড়া আগেও আমরা রোড ম্যাপ এর প্রস্তাব দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে। তিনি মোটামুটি আশ্বাস দিয়েছেন যে, নির্বাচন তারা ডিসেম্বরের মধ্যে করবেন।
তিনি বলেন, ‘আইনমাফিক জানুয়ারির ২ তারিখ ভোটার তালিকা আপডেট হয়।
মার্চের ২ তারিখ সেটা আরও রিফাইন্ড হয়। এরপর আরও কিছু প্রক্রিয়া থাকে, যা মে মাসের মধ্যে শেষ হয়। জুনের মাঝামাঝি সময়ের মাঝে সমস্ত কর্ম সম্পাদন হয়ে যাবে। তাহলে এর পরে, ইমিডিয়েটলি নির্বাচন নয় কেন? তারপরেও সবার ঐক্যমতের ভিত্তিতে সমস্ত প্রস্তুতি নিয়ে নির্বাচন হোক, এটাই আমাদের সবার কাম্য।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অনেকে বলছেন, নির্বাচন নির্বাচন কেনো করছি। নির্বাচন ছাড়া আর কী বলবো, আপনারাই বলে দিন। বাংলাদেশে যদি গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে কি জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে?’
ডিসেম্বরের মাঝে নির্বাচন দিতে হলে তিন মাস আগে তফসিল ঘোষণা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সারাবাংলা/এফএন/এনজে