Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভয়ংকর দল হয়ে ফিরবে ইংল্যান্ড’

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৭

হতাশা ভুলে চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতে চায় ইংল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির বাকি আর মাত্র কয়েকদিন। এই টুর্নামেন্টকে সামনে রেখে ভারতের মাটিতে সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। তবে টি-২০ সিরিজ হাতছাড়া করার পর ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে ইংলিশরা। সিরিজের শেষ ম্যাচে হারের পর ইংলিশ অধিনায়ক জস বাটলার বলছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে ভয়ংকর দল হয়েই ফিরবেন তারা।

সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তবে ভারতের মাটিতে এসে খেই হারিয়ে ফেলেছেন বাটলার-রুটরা। চ্যাম্পিয়নস ট্রফির মাত্র কয়েকদিন আগেই টানা ৩ ওয়ানডেতে হেরে দলের শক্তিমত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন ইংলিশ ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

বাটলার অবশ্য ভারতের বিপক্ষে এমন সিরিজ হারে চিন্তিত নন। তার বিশ্বাস, চ্যাম্পিয়নস ট্রফিতে দেখা যাবে ভিন্ন এক ইংল্যান্ডকে, ‘আমরা এমন একটা দলের বিপক্ষে তাদের মাঠেই খেলছি যারা ওয়ানডেতে বিশ্বসেরা। ম্যাচে অনেক ভালো মুহূর্ত এসেছে আমাদের। তবে আমরা নিজেদের সেরা খেলার ধারেকাছেও ছিলাম না। চ্যাম্পিয়নস ট্রফিতে আশা করছি ঘুরে দাঁড়াতে পারব। সেই টুর্নামেন্টে ইংল্যান্ড ভয়ংকর দল হয়েই ফিরবে।’

ভারতের বিপক্ষে সিরিজজুড়েই স্পিনারদের হাতে নাস্তানাবুদ হয়েছেন ইংলিশ ব্যাটাররা। চ্যাম্পিয়নস ট্রফিতে স্পিনারদের আর ভালো খেলতে হবে বলেই মানছেন বাটলার, ‘আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে, বিশেষ করে স্পিনারদের বিপক্ষে। স্পিন খেলার জন্য যে বাড়তি আত্মবিশ্বাস দরকার সেটা অর্জন করতে হবে। রুট খুব সম্ভবত স্পিনের বিপক্ষে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। সে দলে থাকা মানে আমাদের জন্য বড় ব্যাপার।’

আগামী ২২ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির মিশন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর