রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় নিহত নারী
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৭ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৯
ঢাকা: রাজধানীর শ্যামপুর পোস্তখোলা ব্রিজের কাছে মোটরসাইকেল ধাক্কায় মরিয়ম বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে পোস্তগোলা ব্রীজের ঢালে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১টার দিকে মরিয়ম বেগমকে মৃত ঘোষনা করেন।
শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. সুমন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ওই মহিলা পোস্তগোলা ব্রীজের ঢালে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় সে আহত হয়। খবর পেয়ে ওই মহিলাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ওই মহিলার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। নারায়ণগঞ্জে তার ভাইয়ের বাসা আছে। রাতে গ্রামের বাড়ি থেকে ঢাকার পোস্তগোলায় আসে। সেখান থেকে নারায়নগঞ্জ তার ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল।
সারাবাংলা/এসএসআর/এনজে