Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক শুরু ‎

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৭ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৫

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনসহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল।

‎বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে জামায়াতের পক্ষে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নেতৃত্ব দিচ্ছেন।

‎উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কেএম নূরুল হুদার কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

বিজ্ঞাপন

তৎকালীন ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমদের ২০১৮ সালের ২৮ অক্টোবর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৮ সালের ৪ নভেম্বর দলটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধন দেওয়া হয়েছিল। দলটি নিবন্ধন নম্বর পেয়েছিল ১৪। কিন্তু একটি মামলার রায়ে হাইকোর্ট ২০১৩ সালে দলটির নিবন্ধন প্রক্রিয়া অবৈধ ও বাতিল ঘোষণা করে। তাই নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে।

‎বর্তমানে নিবন্ধন ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছে। শুনানি চলমান রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/ইআ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর