অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে আ.লীগ নেতাসহ গ্রেফতার ৯
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৭ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৫
নোয়াখালী: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯টি উপজেলায় অভিযান চালিয়ে আসছে যৌথ বাহিনী। এ ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে ৩ জন, হাতিয়া থানা থেকে ১ জন, বেগমগঞ্জ থানা থেকে ১ জন, চাটখিল থানা থেকে ২ জন এবং চরজব্বর থানা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।
গ্রেফতাররা হলেন- সুধারাম মডেল থানার নেওয়াজপুর ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য ফখরু উদ্দিন মঞ্জু (৪৭), অশ্বদিয়া ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন (৩৮), আন্ডারচর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. রফিক উল্যাহ (৬০), হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুর হাদী (৪৫), বেগগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের যুবলীগের সদস্য মনির হোসেন মঞ্জু (৩৩), চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন (৪৪), খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম জিহাদ (২৪), চরজব্বর থানার আওয়ামী লীগের নেতা মো. আবুল কালাম শফি চৌধুরী (৬০) ও তার স্ত্রী বিবি হাছিনা (৪০)।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, গ্রেফতার ৯ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। অপরাধীদের গ্রেফতারে এ অভিযান অব্যাহত থাকবে।
সারাবাংলা/ইআ