Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় পাওয়া যাচ্ছে মেসবাহ শিমুলের ‘স্বপ্নদ্রোহী’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১০

মেসবাহ শিমুলের ‘স্বপ্নদ্রোহী’।

ঢাকা: এবারের একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও কথাশিল্পী মেসবাহ শিমুলের ‘স্বপ্নদ্রোহী’। হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পেছনে যেসব ঘটনা ভূমিকা রেখেছে কিংবা যে ঘটনাগুলোর ধারাবাহিকতা একজন প্রধানমন্ত্রী থেকে তাকে ফ্যাসিস্ট হওয়ার প্রেরণা যুগিয়েছে- এমন গুরুত্বপূর্ণ অনেক ঘটনার বয়ান রয়েছে ৯৬ পৃষ্ঠার এই বইটিতে।

বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের লিটলম্যাগ চত্ত্বরের ভাষাতরী প্রকাশনের ৮২ নম্বর স্টলে।

মেসবাহ শিমুল। একজন পেশাদার সাংবাদিক। কাজ করছেন জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়ার সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে। চব্বিশের গণঅভ্যুত্থানের বহু আগে থেকেই ছিলেন ফ্যাসিবাদের কড়া সমালোচক।

বিজ্ঞাপন

তার উপন্যাস ‘মরা নদী বলেশ্বর’, গল্পগ্রন্থ ‘অভিমানী সেই মেয়েটি’, কবিতা সংকলন ‘মানুষ হওয়ার কবিতা’, প্রবন্ধগ্রন্থ ‘রাজ্য ও নৈরাজ্যের গল্প’ ইতিমধ্যেই বেশ পাঠক প্রিয়তা পেয়েছে।

সারাবাংলা/জিএস/ইআ

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর