অপারেশন ডেভিল হান্ট: চুয়াডাঙ্গায় গ্রেফতার ৫
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৩
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত জেলার ৫টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানিয়েছেন, গ্রেফতাররা হলেন, সদর থানাধীন চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী আবির হাসান (১৯), আঁইলহাস ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (৫৫), একই উপজেলার ঘোলদাড়ী গ্রামের মরহুম মোফাজ্জল মন্ডলের ছেলে ও আঁইলহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান (৫০), দামুড়হুদা মডেল থানাধীন একই উপজেলার চারুলিয়া গ্রামের হিসাব আলী ওরফে ইদুর ছেলে নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী নাসিরুল ইসলাম (২৭), জীবননগর থানাধীন ওই উপজেলার কাশিপুর গ্রামের মরহুম আইনাল শাহ’র ছেলে কেডিকে ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জহির হক (৪১) এবং দর্শনা থানাধীন পৌর এলাকার মরহুম কাশেম মন্ডলের ছেলে ৫নং ওয়ার্ড পৌর যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা ওরফে বডি সোহেল (৩৫)।
তিনি আরও জানিয়েছেন, গ্রেফতারদের বিরুদ্ধে জেলার ৫টি থানায় বিস্ফোরক উপাদানবলী ৩/৬ ধারায়সহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতাররা সকলেই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। এদেরকে আদালতে
সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
সারাবাংলা/এনজে