কাফনের কাপড় পড়ে শাহবাগে প্রাথমিকে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৪
ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের প্রতিবাদে এবার কাফনের কাপড় পড়ে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অষ্টম দিনের মত রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
বর্তমানে জাতীয় জাদুঘরের সামনে আনুমানিক তিন শতাধিক প্রার্থী অবস্থান করছেন। মাথায় জাতীয় পতাকা বেঁধে ও হাতে প্ল্যাকার্ড উঁচিয়ে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, ‘আমরা বেশির ভাগই ঢাকার বাইরে থেকে এসেছি। আমাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। আমরা কাফনের কাপড় পড়ে রাস্তায় নেমেছি। আমাদের দাবি না মানলে আমরা এই রাস্তাতেই জীবন দিয়ে দেব। দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’
তারা জানান, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী তাদের নিয়োগ হয়েছিল। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছরখানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সাড়ে ৬ হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করা হয়।
রাশেদা বেগম নামের আন্দোলনরত এক নারী বলেন, ‘সন্তানকে সঙ্গে নিয়ে এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এ সরকার আমাদের চাকরি দিয়েও কেড়ে নিয়েছে। চাকরি ফিরিয়ে না দিলে সন্তানদের নিয়েই রাস্তায় শহিদ হয়ে যাব।’
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের দেওয়া রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করা হয়।
সারাবাংলা/এমএইচ/ইআ