সুইমিংপুলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৪
ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ আব্দুল্লাহপুরের রাজাবাড়ি গার্ডেন পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে শাহাদত হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একটি মাদরাসায় পড়াশুনা করতো।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদরাসা শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, ‘শনিরআখরায় হলি কোরআন নামে একটি মাদরাসায় প্লেগ্রুপে পড়তো শাহাদত। মাদরাসার পক্ষ থেকে ছাত্রছাত্রী ও অভিবাবকদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হয়। আয়োজন ছিল কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর রাজাবাড়ি গার্ডেন পার্কে। সকাল থেকে ওই পার্কে ছাত্রছাত্রী অভিবাবকসহ প্রায় দেড়শজনের উপস্থিত ছিল। বিভিন্ন প্রকারের খেলার উপকরণ ছাড়াও সুইমিংপুল ছিল। অনেকেই শিশুদের নিয়ে সুইমিংপুলে নামে।
তিনি আরও বলেন, ‘শাহাদত নামের ওই শিশুটিও সুইমিংপুলে নামে। তবে তার মা সাজিয়া রহমান পাড়েই ছিলেন। গোসল করার সময় এক পর্যায়ে শিশু শাহাদত পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
শিশু সাহাদতের মা সাজিয়া রহমান জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। বর্তমানে কদমতলি পলাশপুর এলাকায় ভাড়া থাকেন। শিশুটির বাবা মারুফ হোসেনের বাবা ইটালী প্রবাসী। এক ভাই এক বোনের মধ্যে শাহাদত ছিল ছোট। শনিরআখরার ওই মাদরাসায় প্লেগ্রুপে পড়তো শাহাদত।
তিনি আরও বলেন, মাদরাসা থেকে শিক্ষার্থীসহ অভিবাবকদের বনভোজনের আয়োজন করে আব্দুল্লাহপুরে একটি পার্কে। সেখানে সুইমিংপুলে গোসল করার সময় পানিতে তলিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জ থেকে মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে স্বজন ও শিক্ষকরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষকরা জানিয়েছেন একটি পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে গিয়েছিল শিশুটি। মরদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমপি