Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দুই ম্যাচে ২৩৩ রানে ব্রিজকের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪১

নতুন ইতিহাস গড়েই বাড়ি ফিরছেন ব্রিজকে

ত্রিদেশীয় সিরিজে নিজের অভিষেকেই গড়েছিলেন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার ওপেনার ম্যাথু ব্রিজকে নিজের দ্বিতীয় ম্যাচেও নতুন রেকর্ড গড়েই বাড়ি ফিরছেন। নিজের প্রথম দুই ম্যাচে ২৩৩ রান করে নতুন ইতিহাস গড়েছেন ব্রিজকে।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেল দ্বিতীয় সারির দল পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফির মূল স্কোয়াডের অনেকেই না থাকায় সুযোগ পেয়েছিলেন ব্রিজকে। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ওয়ানডে অভিষেকেই ১৫০ রান করে নতুন রেকর্ড গড়েছিলেন তিনি। এই ফরম্যাটে অভিষেকে সর্বোচ্চ রান করা ব্যাটার এখন তিনিই।

গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ব্রিজকে। ৮৩ রানে প্যাভিলিয়নে ফিরে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। নিজের প্রথম দুই ম্যাচে ২৩৩ রান করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ব্রিজকে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ২০০ রান করা প্রথম ক্রিকেটার বনে গেছেন এই বাঁহাতি ওপেনার।

বিজ্ঞাপন

ব্রিজকে ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের রেকর্ড। ১৯৭৮ সালে নিজের প্রথম দুই ওয়ানডেতে হেইন্স করেছিলেন ১৯৫ রান। ৪৭ বছর পর ব্রিজকে ভাঙলেন তার রেকর্ড।

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে নেই ব্রিজকে। মূল একাদশের ক্রিকেটাররা দলে ফিরলে ব্রিজকে আবার কবে মাঠে নামার সুযোগ পাবেন, সেটাও নিশ্চিত নয়। পরের ম্যাচে ৩২ রান করলেই আরেকটি মাইলফলক ছোঁবেন ব্রিজকে। ওয়ানডেতে নিজের প্রথম তিন ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড ইংল্যান্ডের নিক নাইটের। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে দুই সেঞ্চুরিসহ নাইট করেছিলেন ২৬৪ রান।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর