অপারেশন ডেভিল হান্ট: মোংলায় গ্রেফতার ৫
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৩
বাগেরহাট: বাগেরহাট জেলার মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে কোস্ট গার্ড ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে।
কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, ‘অপারেশন ডেভিল হান্টে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত এলাকা হতে হাশেম ফকির (৪৮), মো. সুলতান (৬৫) এবং গৌতম মন্ডল (৩৫) কে আটক করা হয়। আটকরা সকলেই আওয়ামী লীগ ও যুবলীগ এর নেতাকর্মী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
মোংলা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান জানান,বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর উপজেলার গোয়ালীরমেঠ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা শাহআলম (৪৫) ও আওয়ামী লীগ কর্মী মো. জসিম (২৭) কে আটক করে পুলিশ।
সারাবাংলা/এনজে