Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৯৯ এ কল করে সেবা পাবেন কূটনৈতিক মিশন ও বিদেশি পর্যটকরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৪

ঢাকা: এখন থেকে বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ-সংগঠনসহ ভ্রমণরত বিদেশি পর্যটকরা ইংরেজি ভাষায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সেবা নিতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ৯৯৯ এর প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ-সংগঠন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দেশি বা বিদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা এখন বাংলাদেশের মোবাইল অপারেটরদের সিম বা ল্যান্ডফোন ব্যবহার করে ইংরেজি ভাষায় ৯৯৯ এ কল করে জরুরি পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন।

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ আরও জানান, এই সেবা ১২ জানুয়ারি থেকে চালু হয়েছে। ইংরেজি ভাষাভাষী জরুরি সেবাপ্রার্থীদের সহায়তার জন্য প্রতিদিন তিনটি ডিউটি শিফটে প্রয়োজনীয় সংখ্যক ডেডিকেটেড ডিউটি ডেস্ক বরাদ্দ করা হয়েছে। ৯৯৯ নম্বরে ডায়াল করার পর ইংরেজি ভাষায় সেবা পেতে ‘২’ চাপতে হবে।

সারাবাংলা/ইউজে/ইআ

৯৯৯

বিজ্ঞাপন

‘বসন্ত এসে গেছে’
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৮

তাপস রায়ের ‘রসিক শরৎচন্দ্র’ বইমেলায়
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৩

আরো

সম্পর্কিত খবর