Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের তোপের মুখে বন্ধ হলো ঢাবি ছাত্রফ্রন্টের মাইক

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৫ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৪

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চার দশক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। ছবি: সারাবাংলা

ঢাবি: সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চার দশক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীরা মাইক বন্ধ করার দাবি তুললে তোপের মুখে মাইক বন্ধ করে দিয়েছেন ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে।

সরজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ২৬টি মাইক লাগিয়ে উচ্চস্বরে অনুষ্ঠান করছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এতে, কেন্দ্রীয় লাইব্রেরি, রোকেয়া হল ও রাজু ভাস্কর্যের নিকটস্থ হলগুলোতে পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না বলে অভিযোগ করেছেন। এতে বাধ্য হয়ে শিক্ষার্থীরা ছাত্রফ্রন্টের অনুষ্ঠানে মাইক বাজাতে নিষেধ করেন। কিন্তু শিক্ষার্থীদের কথা না শুনলে সবাই একত্রিত হলে তোপের মুখে মাইক বন্ধ করে দিয়েছেন ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টকে আমরা কোনো লিখিত অনুমতি দিইনি। বই মেলার কারণে এখানে অনেক মানুষ আসবে। এমন একটা গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশ করতে দেওয়া যায় না। তারা আমাদের কথা দিয়েছে ১টার দিকে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শাহবাগের দিকে স্থানান্তর করবে। এরপরেও তারা এখানে সমাবেশে চালিয়ে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সঙ্গে কথা বলবে।’

সারাবাংলা/এআইএন/এমপি

জাতীয় সমাজতান্ত্রিক দল

বিজ্ঞাপন

তাপস রায়ের ‘রসিক শরৎচন্দ্র’ বইমেলায়
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৩

চ্যাম্পিয়নস ট্রফিতে সহ-অধিনায়ক মিরাজ
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫

আরো

সম্পর্কিত খবর