খুলনায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০
খুলনা: খুলনায় অপারেশন ডেভিল হান্টে খুলনা মহানগরীতে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন পুলিশ এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতরা হলেন, জাহিদুল ইসলাম (৩৪), নাছির হাওলাদার (৫৩), মাসুম রহমান শেখ, মুস্তাকিম বিল্লাহ (লনি) (৩৮), নাসির শেখ (৫০), মো. নাছির হাওলাদার (৫৩), রাকিবুল ইসলাম অনিক (১৯), মো. আব্দুল্লাহ শেখ (১৯), মো. হৃদয় খাঁন (১৯), মো. হেমায়েত ফরাজী (৫২), মো. শহিদুল ইসলাম শাহীন (৩৫), মো. জাহিদুল ইসলাম জাহিদ (৩৪), মো. সরোয়ার হোসেন (৪৭)।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপিআর) আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারাবাংলা/এমপি