Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে: মার্টিন রাইজার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৭

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার – ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের শাসন ব্যবস্থা ও স্বচ্ছতার উন্নতি এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন ও সহায়তা প্রদানের কথা পুনর্ব্যক্ত করেছে বিশ্বব্যাংক।

চার দিনের ঢাকা সফর শেষে কর্মস্থলে ফিরে যাওয়ার প্রাক্কালে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এক বিবৃতিতে এ কথা জানান।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিবিৃতিতে বলা হয়, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সফর শেষ করেছেন এবং বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে
অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং উন্নত জনসেবার ভিত্তি তৈরিতে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

বিবৃতিতে মার্টিন রাইজার বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরকে শাসনব্যবস্থা এবং স্বচ্ছতার উন্নতির জন্য ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলেন, এটি একটি ন্যায্য বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে পারে।

তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে বিশ্বব্যাংক সরকারকে বিভিন্ন সংস্কারে সহায়তা করছে। ব্যাংক রেজ্যুলেশন, সম্পদ পুনরুদ্ধার, কর নীতি, রাজস্ব সংগ্রহ, ক্রয় ও নিরীক্ষণ এবং জাতীয় পরিসংখ্যানের মান ও স্বাধীনতা জোরদারকরণ- এ সংস্কারগুলো মধ্যমেয়াদে সমান সুযোগ তৈরি করতে এবং ব্যবসা ও জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

তিনি জানান,২০২৪ সালের সেপ্টেম্বরের বন্যা থেকে পুনরুদ্ধার, জ্বালানি খাতে চাপ কমাতে, একটি আধুনিক ও সুনির্দিষ্ট সামাজিক সহায়তা ব্যবস্থা তৈরি করতে এবং ঢাকায় ক্রমবর্ধমান বায়ু দূষণ মোকাবেলায় বিশ্বব্যাংকের নতুন ঋণ প্রস্তুত করা হচ্ছে।

ঢাকা সফরকালে মার্টিন রাইজার অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, এনবিআর চেয়ারম্যান এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং উন্নয়ন অগ্রাধিকার ইস্যু নিয়ে আলোচনা করেন।

সারাবাংলা/জেজে/আরএস

বিশ্বব্যাংক মার্টিন রাইজার

বিজ্ঞাপন

'আমাকে কিং বাবর ডাকা বন্ধ করুন'
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬

রমজানে সহনশীল থাকবে ডিম ও মাংসের দাম
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৪

আরো

সম্পর্কিত খবর