Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে নিয়োগ বঞ্চিত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪২ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৭

শাহবাগে প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের জলকামান নিক্ষেপ। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর শাহবাগ মোড় থেকে আন্দোনকারী শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এসময় বেশ কয়েকজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে অবরোধকারীদের রাস্তা থেকে সরাতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ।

এদিকে, দুপুরে কিছু সময়ের জন্য তারা শাহবাগ মোড় অবরোধ করেন। পরে পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ফলে আন্দোনকারীরা ছত্র ভঙ্গ হয়ে গেলে শাহবাগ মোড়ে যান চলাচল শুরু হয়। এরপর থেকে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন।

এ নিয়ে অষ্টম দিনে গড়িয়েছে তাদের আন্দোলন। এর আগে চার দিন একই দাবিতে তারা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছেন।

আন্দোলনকারী শিক্ষকরা বলেন, তারা বলেন, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী তাদের নিয়োগ হয়েছিল। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছরখানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সাড়ে ৬ হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত করা হয়।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের দেওয়া রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করা হয়।

সারাবাংলা/এমএইচ/এমপি

আন্দোলন প্রাথমিক বিদ্যালয় শাহবাগ শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর