শবে বরাত: আতঙ্ক সৃষ্টিকারী কর্মকাণ্ড নিষিদ্ধ করল সিএমপি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৭
চট্টগ্রাম ব্যুরো: পবিত্র শবে বরাত উপলক্ষে আতশবাজি পুড়িয়ে, পটকা ফুটিয়ে যে কোনো ধরনের আতঙ্ক সৃষ্টির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মো. হুমায়ন কবির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে পবিত্র শবে বরাত উদযাপনের জন্য পটকা, আতশবাজি, চকলেট বোমা বা অনুরূপ যে কোনো দ্রব্য ফুটিয়ে আতংক সৃষ্টি করা এবং এসব দ্রব্য বিক্রয়, মজুদ ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ ধরনের কর্মকাণ্ড সিএমপি অধ্যাদেশের ২৯ (২), বিস্ফোরক দ্রব্য আইন এবং ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধি অনুযায়ী গণউপদ্রব ও দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ধর্মাচরণে বাধা প্রদান বা জনমনে আতঙ্ক সৃষ্টি করে এমন কার্যকলাপ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সহায়তার পর্যায়ভূক্ত অপরাধ হিসেবে গণ্য হবে।
সারাবাংলা/আরডি/ইআ