Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাস্তি পেলেন তিন পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৬

শাস্তি পেয়েছেন আফ্রিদি-গুলাম-শাকিল

ত্রিদেশীয় সিরিজের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচে ফিল্ডিংয়ের সময় দুইবার প্রতিপক্ষের ব্যাটারের সাথে ঝামেলায় জড়িয়ে শাস্তি পাচ্ছেন তিন পাকিস্তান ক্রিকেটার। শাহিন শাহ আফ্রিদি, কামরান গুলাম ও সৌদ শাকিল; চ্যাম্পিয়নস ট্রফির আগে শাস্তি পেলেন এই তিনজনই।

ম্যাচের ২৮তম ওভারে বোলিং করতে এসেছিলেন আফ্রিদি, স্ট্রাইকে ছিলেন ব্রিজকে। ব্রিজকে রান নেওয়ার সময় পথে বাধা হয়ে দাঁড়ান আফ্রিদি। এ নিয়ে উলটো আফ্রিদি ব্রিজকের দিকে এগিয়ে গিয়ে কিছু একটা বলেছিলেন। ব্রিজকে অবশ্য পালটা জবাব দেননি। আম্পায়ার এগিয়ে এসে আফ্রিদিকে সরিয়ে দেন।

বিজ্ঞাপন

এই ঘটনায় আইসিসির ২.৫ ধারা অনুযায়ী প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে অনৈতিকভাবে ধাক্কা দেওয়ার অপরাধে শাহিনের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সাথে তাকে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

এই ঘটনার কিছুক্ষণ পরেই রান আউট হন টেম্বা বাভুমা। বাভুমা আউট হওয়ার পর তার সামনে এসে উদযাপন করেছেন গুলাম ও শাকিল। তাদের এই উদযাপন পছন্দ হয়নি বাভুমার। সেটা পছন্দ হয়নি ম্যাচ রেফারিরও। এই ঘটনায় আইসিসির ২.৫ ধারা অনুযায়ী প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বাজে শব্দ উচ্চারণের অভিযোগে গুলাম ও শাকিলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। তাদের দুজনকে দেওয়া হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্টও।

আফ্রিদি, গুলাম ও শাকিলের কারোরই আগে কোনো ডিমেরিট পয়েন্ট ছিল না।

সারাবাংলা/এফএম

কামরান গুলাম জরিমানা ডিমেরিট পয়েন্ট ত্রিদেশীয় সিরিজ পাকিস্তান শাস্তি শাহিন শাহ আফ্রিদি সউদ শাকিল

বিজ্ঞাপন

‘বসন্ত এসে গেছে’
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৮

তাপস রায়ের ‘রসিক শরৎচন্দ্র’ বইমেলায়
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৩

আরো

সম্পর্কিত খবর