অপারেশন ডেভিল হান্টে মোংলায় গ্রেফতার ৫
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২২
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২২
বাগেরহাট: জেলার মোংলায় অপারেশন ডেভিল হান্টের পৃথক অভিযানে কোস্টগার্ড ও পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। তারা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক। এর আগে বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— হাশেম ফকির (৪৮), মো. সুলতান (৬৫) ও গৌতম মন্ডল (৩৫)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অপরদিকে, মোংলা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গোয়ালীরমেঠ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা শাহআলম (৪৫) ও কর্মী মো. জসিমকে (২৭) গ্রেফতার করে পুলিশ।
সারাবাংলা/এসআর