Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্মান্ধতা থেকেই মূলত সাম্প্রদায়িকতা আসে: সন্তু লারমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৬

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, পাহাড়ি জনগোষ্ঠীরা খ্রিস্টান, বৌদ্ধ ও সনাতন না হয়ে ইসলাম ধর্মের অনুসারী হলে সাম্প্রদায়িকতা আসতো না। ধর্মান্ধতা থেকেই মূলত সাম্প্রদায়িকতা আসে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আয়োজিত ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সন্তু লারমা জানান, শাসকগোষ্ঠী ও সরকার পার্বত্য চুক্তি বাধ্য হয়ে করা হয়েছে। তিনি যুব সমাজকে সঙ্গে নিয়ে পার্বত্য চুক্তির আলোকে পাহাড়ে বিশেষ শাসন ব্যবস্থা প্রনয়ণের দাবি করেন।

সেমিনারে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চাকমা সার্কেল চিফ (চাকমা রাজা) দেবাশীষ রায়। আলোচক ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

সেমিনারের প্রধান আলোচক চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায় বলেন, আত্মনিয়ন্ত্রনাধিকার চাওয়া মানে বিচ্ছিন্নতাবাদী নয়। এর মানে সকল মানুষ যাতে নিজ পরিচয়ে পরিচিত হতে পারে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমা, উন্নয়ন কর্মী ও গবেষক তনয় দেওয়ান, সুজন রাঙ্গামাটি পৌর শাখার সম্পাদক এরফানুল হক রোমেল, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈকত রঞ্জন চৌধুরীসহ আরও অনেকে। এ সময় সমাজ থেকে বৈষম্য দূর করতে যুব সমাজকে আরও সক্রিয় হয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সেমিনারের বক্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা পাহাড়ি জনগোষ্ঠী

বিজ্ঞাপন

নলছিটি থানার সেই এসআইকে বদলি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭

বইমেলায় ‘৩৬ জুলাই’ স্টল
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৬

বই কেনার চেয়ে ছবি তোলায় আগ্রহ বেশি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর