Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় গণপিটুনিতে ২ ‘গরুচোর’ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৮

নিহতদের মরদেহ

ভোলা: জেলার তজুমদ্দিন উপজেলায় গণধোলাইয়ের শিকার হয়ে দুই ‘গরুচোর’ নিহত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ চাপড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই চোর হলেন— তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মো. নুরুল হকের ছেলে নয়ন (৩০) ও বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের খাসমহল এলাকার সফিজল ইসলামের ছেলে আমির হোসেন (২৮)।

বিজ্ঞাপন

তজুমদ্দিন থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টায় আব্দুল খালেকের গোয়াল ঘরে ডুকে গরু নিয়ে যাওয়ার সময় গরুর মালিক টের পায়। তার ডাক চিৎকারে এলাকাবাসী ধাওয়া দিলে চোররা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সোনাপুর ৭নম্বর ওয়ার্ডের ভূইয়াবাড়ির দরজা জামে মসজিদের মাঠে চোরদের ধরে গণধোলাই দেয় এলাকাবাসী।

পরে ভোর ৪টায় সংবাদ পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় দুই চোরকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষণা করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্যাহ আল মামুন বলেন, ‘তাদের মরদেহ ভোলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এইচআই

গণপিটুনি গরুচোর ভোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর