Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির নতুন পদে ৪২৮ জন

জবি করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫২

মো. রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে নতুন করে আরও ৪২৮ জনের নাম অন্তর্ভুক্ত করে মোট ৪৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করা প্যাডে এ বর্ধিত কমিটি ঘোষণা করা হয়।

বর্তমানে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে ২০৪ ও সদস্য হিসেবে ২৪৯ জন রয়েছেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে যুক্ত ছিল কম বেশি করে সবাইকে কমিটিতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচ হতে ১৭তম ব্যাচ পর্যন্ত কমিটিতে পদ পেয়েছে। আমরা এই কমিটিকে নিয়ে একটি সুন্দর নিরাপদ এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলব।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বৃহত্তম ছাত্রসংগঠন। সংগঠনের কাজ সুন্দরভাবে পরিচালনার জন্য কমিটি পূর্ণাঙ্গ করা হলো। দীর্ঘদিন পরিশ্রমের ভিত্তিতে এ কমিটি গঠন হয়েছে। পরে আরও অনুষদ ভিত্তিক কমিটি গঠন করা হবে।’

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও সামসুল আরেফিনকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এদিকে কমিটি ঘোষণার পরই ত্যাগীদের অবমূল্যায়ন, মাইম্যান, সিন্ডিকেট করে পকেট কমিটি অভিযোগ দিয়ে আন্দোলন শুরু করেছিল পদবঞ্চিতরা। তবে এসব পদবঞ্চিতদের খুব শিগগিরই কমিটি বর্ধিত করার মাধ্যমে পদায়ন করে কমিটি ঘোষণা করার শর্তে সদ্য সাবেক নেতাদের নিয়ে গত ২৬ জানুয়ারি ক্যাম্পাসে প্রবেশ করে নতুন আহ্বায়ক কমিটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জবি ছাত্রদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর