Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার নাইকো মামলার রায় ১৯ ফেব্রুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) যুক্তিতর্ক ও শুনানি শেষে এ দিন ঠিক করেন ঢাকার বিশেষ জজ আদালত ৪–এর বিচারক রবিউল আলম।

খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নাইকো দুর্নীতি মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষ হয়েছে আজ। এ মামলায় খালেদা জিয়াকে খালাস দিতে আবেদন করা হয়েছে। এ মামলায় ৬৮ জনের মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।’

নাইকো দুর্নীতি মামলায় ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০২৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন। এতে অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

খালেদা জিয়া নাইকো মামলার রায়

বিজ্ঞাপন

নলছিটি থানার সেই এসআইকে বদলি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭

বইমেলায় ‘৩৬ জুলাই’ স্টল
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৬

আরো

সম্পর্কিত খবর