Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৩

পটুয়াখাীলী: পটুয়াখালীতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিনজনকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা পৃথক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- পটুয়াখালী শহরের আব্দুল করিম মৃধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহ, পলিটেকনিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক অমি প্যাদা ও পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাকিব।

কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন— জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম, সদস্য সচিব জাকারিয়া আহমেদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদার। তাদেরকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ওই চিঠিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব সিদ্ধান্তের অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাতে জেলা শহরের বনানী এলাকায় পটুয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. ইব্রাহীম খলিলকে (১৬) কুপিয়ে জখম করা হয়। খলিলের ডান হাতের তিনটি আঙুল ও দুই পায়ের রগ কেটে রাস্তার পাশে ফেলে রাখা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। এ ঘটনায়  তিন ছাত্রদল নেতাকে বহিষ্কার ও তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম, সদস্য সচিব জাকারিয়া আহমেদের মোবাইলে কল দিলে তারা কোন মন্তব্য করতে রাজি হননি।

সারাবাংলা/এসআর

কারণ দর্শানোর নোটিশ ছাত্রদল পটুয়াখালী বহিষ্কার

বিজ্ঞাপন

নলছিটি থানার সেই এসআইকে বদলি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭

বইমেলায় ‘৩৬ জুলাই’ স্টল
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৬

বই কেনার চেয়ে ছবি তোলায় আগ্রহ বেশি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর