Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসক সংকট দূরসহ ৫ দাবি নাগরিক কমিটির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৬

পঞ্চগড়ে পাঁচ দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক কমিটি

পঞ্চগড়: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ পঞ্চগড়ের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট দূর করারসহ স্বাস্থ্য খাতে বৈষম্য দূর করতে পাঁচ দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক কমিটি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে তারা মানববন্ধন করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বি, জাতীয় নাগরিক কমিটি পঞ্চগড়ের প্রতিনিধি নয়ন তানভিরুল বারী, আতাউর রহমান সানি, শিশির আসাদ, হাবিবুর রহমান, বায়েজিদ বোস্তামিসহ জেলা ও উপজেলা থেকে আসা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার সীমান্ত জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য। বার বার আন্দোলন করেও সমাধান হয়নি। জেলা সরকারি হাসপাতালগুলোর চিকিৎসকের ১৬৯টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৪৫ জন। এ ছাড়া পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে আড়াইশো শয্যায় উন্নীত করার জন্য নতুন বহুতল ভবন নির্মাণ করা হলেও জনবলের অভাবে তা এখনো চালু করা হয় নি। চিকিৎসক না থাকায় জরুরি রোগী নিয়ে রাত দুপুরে এ জেলার অসহায় দরিদ্র মানুষকে ছুটতে হয় রংপুর, দিনাজপুর কিংবা ঢাকায়। পথেই মারা যায় অনেক রোগী। এ ছাড়া চিকিৎসার চেয়ে যাতায়াত খরচ বেশি পড়ে যায়। যা অনেক দরিদ্র মানুষের পক্ষে বহন করা সম্ভব নয়। এভাবেই পিছিয়ে পড়েছে জেলা স্বাস্থ্য ব্যবস্থা।

তারা আরও জানান, অল্প সংখ্যক যেসব চিকিৎসক রয়েছেন তারা সেবা দিতে নিয়মিত হিমশিম খাচ্ছেন। তাই বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা এবং চিকিৎসক সংকট দূর করা এবং আড়াইশ শয্যা ভবন চালু করাসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়। একই দেশ ও মানুষের প্রয়োজনে সকল গণতান্ত্রিক আন্দোলনে নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

চিকিৎসক সংকট জাতীয় নাগরিক কমিটি পঞ্চগড়

বিজ্ঞাপন

নলছিটি থানার সেই এসআইকে বদলি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭

বইমেলায় ‘৩৬ জুলাই’ স্টল
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৬

বই কেনার চেয়ে ছবি তোলায় আগ্রহ বেশি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর