স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের দাবি বিবিএস নন ক্যাডার অ্যাসোসিয়েশনের
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩১
ঢাকা: সরকার কর্তৃত গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন এর সুপারিশ অনুযায়ী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত ‘বাংলাদেশ পরিসংখ্যান কমিশন’ হিসেবে গঠনের দাবি জানিয়েছে বিবিএস নন ক্যাডার অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিবিএস নন-ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো.আবদুর রব ঢালী ও সাধারণ সম্পাদক সৈয়দা মারুফা শাকি’র সই করা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
বিবৃতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে যত দ্রুত সম্ভব কমিশন গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, অতীতে বিবিএস-এর কাজের উপর নানাভাবে প্রভাব খাটানোর মতো ঘটনা ঘটতে দেখা গেছে। ফলে পেশাদারিত্বের জায়গায় অনেকটা পিছিয়ে পড়েছে দেশের প্রধান এ সরকারি পরিসংখ্যান সংস্থাটি। এ সুপারিশ প্রস্তাব বাস্তবায়িত হলে সব উন্নত দেশের মতো বাংলাদেশও পাবে একটি স্বাধীন, রাজনৈতিক প্রভাবমুক্ত ও গবেষণাধর্মী এনএসও।
বিবৃতিতে আরও বলা হয়, ইউএন ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অব অফিসিয়াল স্ট্যাস্টিসটিকস অনুসারে মানসম্মত ও বিশ্বাসযোগ্য পরিসংখ্যান নিশ্চিতকরণে স্বাধীন ও স্বায়ত্তশাসিত জাতীয় পরিসংখ্যান কমিশন বা সংস্থার কোনো বিকল্প নেই। বিশ্বের প্রায় সব দেশ এই ধারণার ওপরই এনএসও চালায় এবং আমাদের পার্শ্ববর্তী দেশসহ প্রায় সব দেশে এভাবেই পরিসংখ্যান ব্যবস্থা পরিচালিত হয়। স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠিত হলে পৃথক আইন ও বাজেটের বলে পরিচালিত হবে প্রস্তাবিত এই জাতীয়পরিসংখ্যান কমিশন। প্রতিষ্ঠানে সৃষ্টি হবে প্রচুর নীতিনির্ধারণী ওগবেষণাধর্মী উচ্চ মর্যাদার পদ। পরিসংখ্যানের প্রকাশ হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য।
বিবৃতিতে দ্রুততর সময়ের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান কমিশন আইন বা অধ্যাদেশ প্রণয়ন ও বাস্তবায়ন এবং কমিশনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়মতো পদোন্নতি নিশ্চিতকরণে সব পর্যায়ে উচ্চতর পদ সৃজন ও সকলের জন্য গ্রহণযোগ্য পদসোপান নিশ্চিতকরণ এবং আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ অপসারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে দাবি জানানো হয়।
সারাবাংলা/জেজে/আরএস