Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বই কেনার চেয়ে ছবি তোলায় আগ্রহ বেশি

আহমেদ জামান শিমুল
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৭

। প্রকৃতি যেমন নানা রঙে রঙিন হয়ে উঠে তেমনি তরুণীরা বইমেলায় এসেছিল নানান রঙের পোশাকে। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলা পঞ্জিকা অনুযায়ী ফাগুন শুরু হবে আগামীকাল (১৪ ফেব্রুয়ারি)। বহু বছর ধরে চলে আসায় তরুণ প্রজন্মের কাছে ফাগুন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)। প্রকৃতি যেমন নানা রঙে রঙিন হয়ে উঠে তেমনি তরুণরা বইমেলায় এসেছিল নানান রঙের পোশাকে; প্রধান্য ছিল হলুদ রঙের। তবে দিনটি তাদের কাছে যতটা উদযাপনের, ততটাই অনাগ্রহ ছিল বই কেনায়।

মেলার ঘুরে দেখা গিয়েছে খোঁপায় গোলাপ কিংবা গাঁধা ফুল, পরনে হলুদ শাড়ি কিংবা কামিজ পরে এসেছেন নারীরা। পুরুষদের পরনে ছিল হলুদ পাঞ্জাবি। যে সকল স্টল তাদের পছন্দ হচ্ছিল, তার সামনে গিয়ে তারা ছবি তুলছিলেন। কেউ হয়তো বই পড়ার ভঙ্গি করে, কেউ বা সেলফি।

বিজ্ঞাপন

খোঁপায় গোলাপ কিংবা গাঁধা ফুলের মালা পড়েছেন তুরুণীরা। ছবি: সারাবাংলা

দর্শনার্থীদের এমন আচরণে অনেক স্টল মালিক বিরক্ত হচ্ছিলেন। কিন্তু সঙ্গত কারণে তাদের কিছু বলতেও পারছিলেন না।

‘আনন্দম’-এর একজন বিক্রয়কর্মী সারাবাংলাকে বলেন, ‘এ বছর নানা কারণে বিক্রয় বেশ কম। আমরা আশা করেছিলাম ফাগুনের শুরুর দিনে হয়তো ভালো বিক্রয় হবে। কিন্তু অধিকাংশ দর্শনার্থী বই না কিনে সেলফি তুলতে বেশি ব্যস্ত।’

বিদ্যাপ্রকাশের বিক্রয়কর্মী অবশ্য ভিন্ন কথা বললেন। তিনি বলেন, ‘আমাদের স্টলে বিক্রয় কিন্তু কম বলবো না। হয়তো আগের বছরের তুলনায় বেশ কম। আর এখনকার মানুষজন এমন করেই। এখন কাউকে তো আমরা বাধা দিতে পারি না। বরং ছবি তুলতে তুলতেই এক সময় বইয়ের সঙ্গে সখ্যতা হবে বলে আমার বিশ্বাস।’

নানান রঙের পোশাকে, প্রধান্য ছিল হলুদ রঙের

তাম্রলিপির স্টলে বসেছিলেন তরুণ কনটেন্ট ক্রিয়েটর আন্তিম মাহমুদ। প্রকাশনাটি তার বেশ কয়েকটি বই প্রকাশ করেছে। তারই বই ‘প্যারাহীন’ কিনছিলেন কুমিল্লা থেকে আসা শিখা। তিনি বলেন, ‘আসলে ভাইয়ার কনটেন্ট বেশ ভালো লাগে, তাই তার বই কিনছি। আর সঙ্গে অটোগ্রাফ ও সেলফির সুযোগ তো আছেই। তাছাড়া মেলায় প্রথমবার এসেছি, বিভিন্ন স্টলের সামনে ছবি না তুলে স্মৃতি ধরে রাখব কীভাবে?’

বিজ্ঞাপন

তবে একই স্টলের সামনে থাকা আরেক দর্শনার্থী নুরজাহান বলেন, ‘একটা সময় হুমায়ূন আহমেদ পড়তাম। তার সবগুলো বই আমার পড়া। বর্তমানের তেমন কোনো লেখকের বই ভালো লাগে না। কিন্তু অভ্যাসবশত প্রতি বছরই মেলায় আসি। বই খুব একটা কেনা না হলেও ছবি তুলতে ভালো লাগে, তাই তুলি।’

মুগদা থেকে মীম তার সন্তানদের নিয়ে এসেছিলেন। তিনি বলেন, ‘ফাগুনের প্রথম দিন তাই সবাই হলুদ রঙের পোশাক পরেছি। এত সুন্দর একটা মেলায় এসেছি, ছবি নিবো না? আর আমরা কিন্তু বইও কিনেছি।’

সারাবাংলা/এজেডএস/এইচআই

অমর একুশ বইমেলা বইমেলা ২০২৫

বিজ্ঞাপন

নলছিটি থানার সেই এসআইকে বদলি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭

আরো

সম্পর্কিত খবর