নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৫
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৫
ঢাকা: সুপ্রিম কোর্টের নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে মজিবর রহমান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবর নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কোমরডোলা গ্রামের বাসিন্দা। তিনি রড মিস্ত্রির সহকারী ছিলেন।
মজিবর রহমানের সহকর্মী হামিদুল ইসলাম বলেন, রাতে কাজ করার সময় নির্মাণাধীন ভবনের ১১তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় মজিবর। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসআর