Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ১৩ অবৈধ ইটভাটা বন্ধ, ১১ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২১

পরিবেশ অধিদফতর, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে

নোয়াখালী: জেলার বিভিন্ন উপজেলায় মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে অভিযান পরিচালনা করে মোট ১৩টি ইটভাটা বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতর, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় হাতিয়া উপজেলায় এস আর পি ব্রিকস, আরএনবি ব্রিকস, এডিএল ব্রিকস নামে তিনটি ইটভাটার চিমনি ও চুলা গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং এক লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ ছাড়াও সুবর্ণচর উপজেলায় তাহেরা ব্রিকস, একে ব্রিকস, আমানত ব্রিকস নামের তিনটি ইটভাটা বন্ধ এবং ৫ লাক টাকা, কবিরহাট উপজেলায় রুনা ব্রিকস, কেএম ব্রিকস নামের দুটি ইটভাটা বন্ধ এবং এক লাখ টাকা, কোম্পানীগঞ্জ উপজেলায় রয়েল ব্রিকস, আঁখি ব্রিকস নামের দুটি ইটভাটা বন্ধ এবং ২ লাখ টাকা, বেগমগঞ্জ উপজেলায় হাসান ব্রিকস নামের একটি ইটভাটা বন্ধ এবং ৫০ হাজার টাকা এবং সেনবাগ উপজেলায় রাজু ব্রিকস, সোনালী ব্রিকস নামের দুটি ইটভাটা বন্ধ এবং ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

নোয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়াছিন ১৩টি ইটভাটা বন্ধ ও জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এইচআই

অবৈধ ইটভাটা নোয়াখালী

বিজ্ঞাপন

পবিত্র শবে বরাত আজ
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৯

আরো

সম্পর্কিত খবর