Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূসের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের ভার্চুয়াল আলোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫৩

ড. মুহাম্মদ ইউনূস ও ইলন মাস্ক। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের ভার্চুয়াল (ভিডিও কল) আলোচনা হয়েছে। মার্কিন ধনকুবের ইলন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় তাদের মধ্যে আলোচনা হয়।

প্রসঙ্গত, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাস্ককে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগের (ডিওজিই) দায়িত্ব দিয়েছেন। এই বিভাগের মাধ্যমে সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে কাজ করবেন মাস্ক।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার তার ভেরিফায়েড ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের আলোচনার বিষয়টি নির্ধারিত সময়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এখন দুবাই রয়েছেন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ সম্মেলনে অংশ নিতে দুই দিনের সফরে সেখানে যান তিনি। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুবাই স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে দুবাই পৌঁছান প্রধান উপদেষ্টা।

সারাবাংলা/জিএস/পিটিএম

ইলন মাস্ক ড. মুহাম্মদ ইউনূস দুবাই

বিজ্ঞাপন

পবিত্র শবে বরাত আজ
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৯

আরো

সম্পর্কিত খবর