ঢাকা: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে লাখো মুসল্লির উপস্থিতিতে বৃহৎ জুমার নামাজ। বৃহৎ এ জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
ইতোমধ্যে ইজতেমায় যোগ দিয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর দুই ছেলে। শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ব ইজতেমার ময়দানে উপস্থিত হন বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ। ময়দানে পৌঁছে দীর্ঘ দোয়ায় অংশ নেন তারা। এ সময় উপস্থিত সাথীরা কান্নায় ভেঙে পড়েন।
ইজতেমার নিজামউদ্দিন অনুসারি দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহৎ জুমার নামাজ উপলক্ষ্যে ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। দুপুর দেড়টায় খুতবা শুরু হবে। এরপরই জুমার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে গতকাল (বৃহস্পতিবার) ইজেতমা শুরুর পর রাতে একজন মুসল্লি ঠান্ডাজনিত রোগে মারা গেছেন বলে জানিয়েছেন মিডিয়া সমন্বয়কারী।