Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে ডেভিলরা ৩ আগস্ট শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছিল, তাদের ধরুন: মির্জা আব্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৫

শুক্রবার নয়াপল্টনে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহে ফরম বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

ঢাকা: কয়েকটি ব্যবসায়ী গ্রুপকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “আপনারা (অন্তর্বর্তী সরকার) সারাদেশে ডেভিল খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু, হাতের কাছে যে ডেভিলগুলো রয়ে গেছে, সেগুলোকে ধরছেন না। যে ডেভিলরা ৩ আগস্ট শেখ হাসিনাকে বলেছিল- আপনাকে ছাড়া বাংলাদেশ চলবে না, জীবনেও আপনাকে চাই, মরণেও আপনাকে চাই, সেই ডেভিল তো আপনাদের হাতের কাছেই আছে; কেন ধরছেন না? তাদের আগে ধরুন।”

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

মির্জা আব্বাস বলেন, ‘‘পত্রিকায় দেখলাম একটা গ্রুপের নাম দিয়ে দিয়েছে, যারা ১২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। কেন তাদের ধরছেন না? কারণ কী? কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে তাদের ভালো সম্পর্ক আছে। সুতরাং তাকে ধরা যাবে না— এই তো?’’

তিনি বলেন, ‘‘আজকে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে দুয়েকটি রাজনৈতিক দল। দুয়েকজন রাজনৈতিক ব্যক্তি। যারা বলেছিল জীবনের ওপারেও তোমাকে চাই। তিন/চার তারিখের টেলিভিশন ফুটেজ দেখেন, সবগুলো ডেভিল, সবগুলো শয়তানকে পেয়ে যাবেন। যাদের ইন্ধনে সারাদেশে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছিল, যাদের উসকানিতে হাজার হাজার মা-বোনের কোল খালি হয়েছে, ওই উসকানিদাতাদের ধরছেন না। কারণ ওদের সবার সাথে হাত মিলিয়ে ফেলেছে বিশেষ একটি রাজনৈতিক দল। যারা বারবার আমাদের দোষারোপ করে।’’

মির্জা আব্বাস বলেন, ‘‘আসলে নিজের দোষ ঢাকতে গিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে, যারা লেবাস পরে অন্য একটা দলকে দোষারোপ করে, আমাদের দায়িত্ব জনগণের সামনে তাদের মুখোশ খুলে দেওয়া। তাদের প্রকৃত অবস্থা দেশবাসীর সামনে তুলে ধরা।’’

তিনি বলেন, ‘‘সবাই শুধু বিএনপির দোষ দেন। বিএনপি এটা, বিএনপি সেটা। আসলে বিএনপি এই পর্যন্ত, যতটুকু সহনশীলতার পরিচয় দিয়েছে, বিএনপির ছেলেরা যতটুকু ভালো থাকার, ভালো রাখার চেষ্টা করেছে, সেদিকে আপনারা কেন নজর দিচ্ছেন না? শুধু ভাঙা ঢোলে বাড়ি দিচ্ছেন, বিএনপি চাঁদাবাজি করে। আরে ভাই, বিএনপি চাঁদাবাজি করছে, তাহলে ধরেন না কেন? জানেন যখন, ধরেন। কোনো আপত্তি নাই। সবাইকে ধরেন।’’

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, ‘‘আজকে নির্বাচন নিয়ে কথা বলছেন, কখনো বলছেন যাবেন না, কখনো বলছেন যাবেন। কখনো বলছেন এটা হলে যাব, কখনো বলছে ওটা হলে যাব। আরে ভাই, আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি গিয়েছিল। তারই ফলশ্রুতিতে বাংলাদেশের অনেক নামি-দামি বিখ্যাত-প্রখ্যাত মনিষীদের প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাষ্ঠে। এ রকম ভুল আর করবেন না দয়া করে। একটা ভুল লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না।’’

তিনি বলেন, ‘‘এই সরকারকে বিব্রত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কথা বলছে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন। ডিসেম্বরে নির্বাচন দিন। আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। অনেকে বলেন, নির্বাচনের আগে বিচার করতে হবে। বিচার শেষ করে নির্বাচন করবেন? এটা কি সম্ভব? তিন মাসের মধ্যে তড়িঘরি করে বিচার করবেন? পারলে করেন কোনো অসুবিধা নাই। কিন্তু, অবিচার নয়, বিচার করতে হবে। যারা নির্বাচনকে ব্যহত করার জন্য চেষ্টা করছেন, পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছেন। এদেশর মানুষের কথা বলার অধিকার হরণ করার চেষ্টা করছেন, এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করার চেষ্টা করছেন। দয়া করে এসব কাজ থেকে বিরত থাকুন।

মির্জা আব্বাস বলেন, ‘‘সামনে রমজান। রমজানকে সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়ছে, বাড়ানোর প্রস্তুতি চলছে। সিন্ডিকেট তাদের কাজ করেই যাচ্ছে, সিন্ডিকেট তাদের কাজ পরিবর্তন করে নাই। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেট সিন্ডিকেটের মতো কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে বিব্রতকার অবস্থায় ফেলে দিতে চাচ্ছে। আমরা যতই বলছি এই সরকারকে সহযোগিতা করব, ততই যেন সিন্ডিকেট বেড়ে যায়, ততই যেন দুষ্কৃতিকারীররা আসকারা পেয়ে যায়। কেন এমন হয় আমি জানি না। অনেকেই বলে সরকারের মধ্যে এমন কিছু লোক রয়ে গেছে, যারা এদের আসকারা দিচ্ছে।’’

সারাবাংলা/এজেড/আরএস

বিএনপি মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর