চট্টগ্রামে বোধনের বসন্ত বরণ
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৩ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮
চট্টগ্রাম ব্যুরো: গান, নাচ, আবৃত্তি, ঢোলবাদন, কথামালা, শোভাযাত্রা, যন্ত্র সঙ্গীতসহ নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে বোধন আবৃত্তি পরিষদ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর পাহাড়তলী আমবাগান সংলগ্ন রেলওয়ে জাদুঘর পার্কে বোধনের এ আয়োজনে নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন।
‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’- এ প্রতিপাদ্য নিয়ে এবার বোধন বসন্ত বরণের আয়োজন করে। ভায়োলিনিস্ট চিটাগংয়ের যন্ত্র সঙ্গীতের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ারের সভাপতিত্বে কথামালায় অংশ নেন বোধনের উপদেষ্টা বাসুদেব সিনহা, নিপ্পন পেইন্টের সিনিয়র ম্যানেজার মানব কুমার সাহা, বোধনের সিনিয়র সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী।
দলীয় নৃত্যে অংশ নেন স্কুল অব ক্ল্যাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স, ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, নৃত্যরূপ একাডেমি, মাধুরী ডান্স একাডেমি, সুরাঙ্গন বিদ্যাপীঠ, নৃত্য নিকেতনের শিল্পীরা।
সুরপঞ্চম, ধ্রুপদ সংগীত নিকেতন, আর কে মিউজিক একাডেমি, আন্তর্জাতিক বিশ্বতানের শিল্পীদের সম্মিলিত পরিবেশনার পাশাপাশি নন্দিনী রায় একক সঙ্গীত পরিবেশন করেন। বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদের শিল্পীরা।
বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় বিকেলের আয়োজন। ঢোলবাদনের মধ্য দিয়ে বসন্ত শোভাযাত্রাটি পাহাড়তলী এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শুরু হয় সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী, পল্লব গুপ্ত, পলি ঘোষ, সুচয়ন সেনগুপ্ত, ঋত্বিকা নন্দী, ফাতেমা তুজ জোহরা, ইভান পাল, অংকিতা ভট্টাচার্য।
সারাবাংলা/আরডি/এসআর