Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: পঞ্চগড়ে আ.লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৯

প্রতীকী ছবি।

পঞ্চগড়: পঞ্চগড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- পঞ্চগড় পৌর যুবলীগের সদস্য রবি (৪০), জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিম উদ্দীন (৬০), তেঁতুলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আকবর আলী (৪৫), বোদা উপজেলার বেংহারী ইউনিয়ের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলী (৪৩) ও দেবীগঞ্জ উপজেলা সুন্দরদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদদ আনিছুর রহমান (৩৯)

বিজ্ঞাপন

পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, অপারেশন ডেভিল হান্ট অভিযানে পঞ্চগড় জেলায় ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফ্রেব্রুয়ারি পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো