Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে ৫ দিনে আ.লীগের ৫৬ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫০

নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্ট। ছবি: সারাবাংলা।

নোয়াখালী: অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গত পাঁচ দিনে গ্রেফতার করা হয়েছে ৫৬ জনকে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত গ্রেফতাররা হলেন- জেলা ছাত্রলীগের সদস্য মো. ইমতিয়াজ সুমন (২৯), মো. হৃদয় (২৪), মো. হাসান (১৯), আমজাদ হোসেন বাপ্পি (২৫), মঞ্জুরুল রহমন ইকন (২৩), সাবেক ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান মিজান (৪২), তমরুদ্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আলতাফ হোসেন (২৮), চাটখিল পৌরসভা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. একরাম উল্লাহ ফরিদ (৪০), খিলপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নোমান হোসেন (৩৩), যুবলীগ সদস্য মো. আরিফুল ইসলাম (৩৩), মো. নাসির (৩১), চৌমুহনী পৌর সভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. আখতারুজ্জামান (৪৫) ও এখলাশপুর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুর রহমান জনি (২৮)।

বিজ্ঞাপন

এদের মধ্যে সুধারাম থানা থেকে ৪ জন, বেগমগঞ্জ থানায় ২ জন, কবিরহাট থানা থেকে ১ জন, চর ‍জব্বর থানা থেকে ১জন, হাতিয়া থানা থেকে ১জন, চাটখিল থানা থেকে ২জন ও সেনবাগ থানা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত পাঁচ দিনে ৫৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

সারাবাংলা/এসআর

অপারেশন ডেভিল হান্ট আ.লীগের ৫৬ নেতাকর্মী গ্রেফতার নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর